অনলাইন ডেস্ক
দীর্ঘ ৯৪৫ দিন পর (প্রায় তিন বছর) গত ১ মার্চ হংকং সরকার জনপরিসরে মাস্ক করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে। চীনের মূল ভূখণ্ডে করোনা বিধিনিষেধ উঠে আরও আগে। এরপর থেকেই চীনের ভোক্তা বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। অতি সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বিলাসবহুল পণ্যের বেচাকেনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বৈশ্বিক ব্র্যান্ডগুলো বলছে, বেইজিংয়ে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর, শীর্ষস্থানীয় বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রসাধনী থেকে কনডম সব ধরনের পণ্যের বিক্রি বেড়েছে। মহামারির পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ এ অর্থনীতির পুনরুত্থানের স্পষ্ট ইঙ্গিত মিলছে এতে। গত ফেব্রুয়ারি থেকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে চীনের শিল্পখাত। দেশটি এক দশকেরও বেশি সময়ের পর শিল্পখাতে এমন প্রবৃদ্ধি দেখছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা শিল্প খাতের দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার তথ্য প্রকাশের পর এ নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন রেকিট বেনকিজার, বাইয়ার্স ডর্ফ, মনক্লার ও পুমার কর্মকর্তারা।
বিশ্লেষকদের জন্য একটি ব্রিফিংয়ে বাইয়ার্স ডর্ফের প্রধান নির্বাহী ভিনসেন্ট ওয়ার্নারি জানান, চীনে পুনরায় বাণিজ্য শুরুর কারণে বিশ্বব্যাপী খুচরা ব্যবসার পুনরুত্থানের লক্ষণ দেখছেন তাঁরা। এ নিয়ে ভিনসেন্ট ওয়ার্নারি বলেন, ‘গত ডিসেম্বরে করোনা বিধিনিষেধের কারণে চীনের পরিবহন খাত ব্যাপকভাবে প্রভাবিত হয়। যে প্রভাব এখনো চলছে। তবে দুর্যোগপূর্ণ জানুয়ারি মাসের পর, ফেব্রুয়ারির শুরু থেকে খুচরা বিক্রিতে আমরা স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি।’
মার্কিন টুথপেস্ট-প্রস্তুতকারক কোলগেট-পামমোলিভ কোম্পানির নির্বাহীরা গত সপ্তাহে একটি শিল্প সম্মেলনে বলেছিলেন, চীনে ভ্রমণ পরিস্থিতি প্রাক-মহামারি পর্যায়ে ফিরে এসেছে। এটি আগামী মাসগুলোতে দৃঢ় উন্নতির আশা করা হচ্ছে। কোলগেট সম্প্রতি ধনী নগরবাসীদের লক্ষ্য করে চীনে নতুন প্রিমিয়াম হোয়াইটেনিং টুথপেস্ট বাজারে এনেছে।
শুধু অনলাইনেই নয়, খোলা বাজারেও চীনের প্রবৃদ্ধি ফিরে আসছে বলে মন্তব্য করেছেন কোলগেটের এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের মার্কেটিং এক্সিকিউটিভ ইয়েভেস ব্রায়ানটাইস। তিনি বলেন, ‘বছরের দ্বিতীয়ার্ধে চীনের প্রবৃদ্ধি অনেক ভালো হবে।’
স্কিন কেয়ার প্রস্তুতকারক কোম্পানিটি প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। কোম্পানিটির ফাইন্যান্স চিফ আন্দ্রে শুলটেন জানিয়েছেন, চীনে পুনরায় বাণিজ্য শুরুর পর স্কিন কেয়ার বিক্রির ঊর্ধ্বগামী রেখাটি তাঁরা খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
রেকিট বেনকিজার নুরোফেন ট্যাবলেট, সর্দি ঠান্ডার ওষুধ লেমসিপ ও ডিউরেক্স তৈরি করে। করোনায় দীর্ঘ লকডাউনের কারণে কোম্পানিটির বিক্রি অনেক কমে গিয়েছিল। তবে এখন আবার বিক্রি বাড়ছে। কেওয়াই জেল ও ডিউরেক্স কনডম বিক্রির কথা উল্লেখ করে কোম্পানিটির সিইও নিকান্দ্রো দুরান্তে বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, চীনে নিরাপদ শারীরিক সম্পর্ক সংশ্লিষ্ট পণ্যের ব্যবসা ভালো হচ্ছে।’
সম্প্রতি হ্যান্ডব্যাগ প্রস্তুতকারক টেপেস্ট্রি ইনকরপোরেশন, রালফ লরেনসহ আমেরিকান প্রতিষ্ঠানগুলোও বলতে শুরু করেছে, গত মাস থেকে চীনে তাদের পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। ট্যাপেস্ট্রির প্রধান হিসাব কর্মকর্তা স্কট রো গত মাসে বলেছিলেন, ‘চীনে আমরা অবশ্যই একটি অর্থপূর্ণ বড় পরিবর্তন দেখছি’
খোলা বাজারের দোকানগুলোতেও লোকজনের ভিড় বাড়ার কথা জানিয়ে রালফ লরেনের অপারেটিং চিফ জেন নিলসেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, চীন চলতি প্রান্তিকেই আমরা ভালোভাবে ফিরে আসবে।’
যে প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও মজুরি ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করছিল, চীনের বাজারে সব পণ্যের বেচাকেনা বৃদ্ধি তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। কারণ ইউরোপে এখন ক্রমাগত বাড়িভাড়া, খাদ্য ও জ্বালানি খাতে ব্যয় বাড়ার কারণে পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তারা আরও হিসাবি হতে বাধ্য হচ্ছেন।
এদিকে গত বছর কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের কারখানাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। বাজার বিশ্লেষকেরা এটিকে অত্যন্ত শুভলক্ষণ হিসেবে দেখছেন। কারণ, চীনের অর্থনীতির চাঙাভাব বৈশ্বিক অর্থনীতিতে যে মন্দার অশনিসংকেত দেখা যাচ্ছে সেটি কিছুটা প্রশমিত করতে পারে। যেখানে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক দীর্ঘ সময় ধরেই উচ্চ সুদ হার ধরে রেখেছে।
চীনে প্রায় ৪০০টি খুচরা ও পাইকারি দোকান পরিচালনা করে মার্কিন কোম্পানি ওয়ালমার্ট। করোনা বিধিনিষেধ উঠে যাওয়ার পর প্রতিটি আউটলেটে ক্রেতাদের আনাগোনা অনেক বেড়েছে বলে গত সপ্তাহে জানিয়েছেন ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের সিইও জুডিথ ম্যাককেনা।
চীনের ভোক্তা বাজার পরিস্থিতির কারণে বুধবার (১ মার্চ) বিশ্ববাজারে খুচরা বিক্রেতা কোম্পানিগুলোর শেয়ার বেড়েছে। লন্ডনে রেকিট বেনকিজারের শেয়ার বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।
শেয়ার বাজারে শক্তিশালী অবস্থান দিয়ে বছর শুরু করেছিল ইতালীয় কোম্পানি মনক্লার। চলতি বছর কোম্পানিটির শেয়ার ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বিলাসপণ্য বিক্রির ক্রমবর্ধমান প্রবৃদ্ধির কথা উল্লেখ করে কোম্পানিটি বলছে, শীতের শুরুতে পণ্যের দাম ১০ শতাংশ বাড়ানোর পরও চাহিদায় কোনো বিরূপ প্রভাব পড়েনি। মনক্লারের চিফ অপারেটিং অফিসার রবার্তো এগস বলেন, ‘নববর্ষের ছুটির আগের চেয়ে জানুয়ারিতে চীনে আমাদের বিক্রির প্রবৃদ্ধি ছিল দুই অঙ্কের বেশি।’
দীর্ঘ ৯৪৫ দিন পর (প্রায় তিন বছর) গত ১ মার্চ হংকং সরকার জনপরিসরে মাস্ক করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে। চীনের মূল ভূখণ্ডে করোনা বিধিনিষেধ উঠে আরও আগে। এরপর থেকেই চীনের ভোক্তা বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। অতি সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বিলাসবহুল পণ্যের বেচাকেনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বৈশ্বিক ব্র্যান্ডগুলো বলছে, বেইজিংয়ে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর, শীর্ষস্থানীয় বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রসাধনী থেকে কনডম সব ধরনের পণ্যের বিক্রি বেড়েছে। মহামারির পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ এ অর্থনীতির পুনরুত্থানের স্পষ্ট ইঙ্গিত মিলছে এতে। গত ফেব্রুয়ারি থেকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে চীনের শিল্পখাত। দেশটি এক দশকেরও বেশি সময়ের পর শিল্পখাতে এমন প্রবৃদ্ধি দেখছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা শিল্প খাতের দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার তথ্য প্রকাশের পর এ নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন রেকিট বেনকিজার, বাইয়ার্স ডর্ফ, মনক্লার ও পুমার কর্মকর্তারা।
বিশ্লেষকদের জন্য একটি ব্রিফিংয়ে বাইয়ার্স ডর্ফের প্রধান নির্বাহী ভিনসেন্ট ওয়ার্নারি জানান, চীনে পুনরায় বাণিজ্য শুরুর কারণে বিশ্বব্যাপী খুচরা ব্যবসার পুনরুত্থানের লক্ষণ দেখছেন তাঁরা। এ নিয়ে ভিনসেন্ট ওয়ার্নারি বলেন, ‘গত ডিসেম্বরে করোনা বিধিনিষেধের কারণে চীনের পরিবহন খাত ব্যাপকভাবে প্রভাবিত হয়। যে প্রভাব এখনো চলছে। তবে দুর্যোগপূর্ণ জানুয়ারি মাসের পর, ফেব্রুয়ারির শুরু থেকে খুচরা বিক্রিতে আমরা স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি।’
মার্কিন টুথপেস্ট-প্রস্তুতকারক কোলগেট-পামমোলিভ কোম্পানির নির্বাহীরা গত সপ্তাহে একটি শিল্প সম্মেলনে বলেছিলেন, চীনে ভ্রমণ পরিস্থিতি প্রাক-মহামারি পর্যায়ে ফিরে এসেছে। এটি আগামী মাসগুলোতে দৃঢ় উন্নতির আশা করা হচ্ছে। কোলগেট সম্প্রতি ধনী নগরবাসীদের লক্ষ্য করে চীনে নতুন প্রিমিয়াম হোয়াইটেনিং টুথপেস্ট বাজারে এনেছে।
শুধু অনলাইনেই নয়, খোলা বাজারেও চীনের প্রবৃদ্ধি ফিরে আসছে বলে মন্তব্য করেছেন কোলগেটের এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের মার্কেটিং এক্সিকিউটিভ ইয়েভেস ব্রায়ানটাইস। তিনি বলেন, ‘বছরের দ্বিতীয়ার্ধে চীনের প্রবৃদ্ধি অনেক ভালো হবে।’
স্কিন কেয়ার প্রস্তুতকারক কোম্পানিটি প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। কোম্পানিটির ফাইন্যান্স চিফ আন্দ্রে শুলটেন জানিয়েছেন, চীনে পুনরায় বাণিজ্য শুরুর পর স্কিন কেয়ার বিক্রির ঊর্ধ্বগামী রেখাটি তাঁরা খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
রেকিট বেনকিজার নুরোফেন ট্যাবলেট, সর্দি ঠান্ডার ওষুধ লেমসিপ ও ডিউরেক্স তৈরি করে। করোনায় দীর্ঘ লকডাউনের কারণে কোম্পানিটির বিক্রি অনেক কমে গিয়েছিল। তবে এখন আবার বিক্রি বাড়ছে। কেওয়াই জেল ও ডিউরেক্স কনডম বিক্রির কথা উল্লেখ করে কোম্পানিটির সিইও নিকান্দ্রো দুরান্তে বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, চীনে নিরাপদ শারীরিক সম্পর্ক সংশ্লিষ্ট পণ্যের ব্যবসা ভালো হচ্ছে।’
সম্প্রতি হ্যান্ডব্যাগ প্রস্তুতকারক টেপেস্ট্রি ইনকরপোরেশন, রালফ লরেনসহ আমেরিকান প্রতিষ্ঠানগুলোও বলতে শুরু করেছে, গত মাস থেকে চীনে তাদের পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। ট্যাপেস্ট্রির প্রধান হিসাব কর্মকর্তা স্কট রো গত মাসে বলেছিলেন, ‘চীনে আমরা অবশ্যই একটি অর্থপূর্ণ বড় পরিবর্তন দেখছি’
খোলা বাজারের দোকানগুলোতেও লোকজনের ভিড় বাড়ার কথা জানিয়ে রালফ লরেনের অপারেটিং চিফ জেন নিলসেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, চীন চলতি প্রান্তিকেই আমরা ভালোভাবে ফিরে আসবে।’
যে প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও মজুরি ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করছিল, চীনের বাজারে সব পণ্যের বেচাকেনা বৃদ্ধি তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। কারণ ইউরোপে এখন ক্রমাগত বাড়িভাড়া, খাদ্য ও জ্বালানি খাতে ব্যয় বাড়ার কারণে পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তারা আরও হিসাবি হতে বাধ্য হচ্ছেন।
এদিকে গত বছর কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের কারখানাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। বাজার বিশ্লেষকেরা এটিকে অত্যন্ত শুভলক্ষণ হিসেবে দেখছেন। কারণ, চীনের অর্থনীতির চাঙাভাব বৈশ্বিক অর্থনীতিতে যে মন্দার অশনিসংকেত দেখা যাচ্ছে সেটি কিছুটা প্রশমিত করতে পারে। যেখানে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক দীর্ঘ সময় ধরেই উচ্চ সুদ হার ধরে রেখেছে।
চীনে প্রায় ৪০০টি খুচরা ও পাইকারি দোকান পরিচালনা করে মার্কিন কোম্পানি ওয়ালমার্ট। করোনা বিধিনিষেধ উঠে যাওয়ার পর প্রতিটি আউটলেটে ক্রেতাদের আনাগোনা অনেক বেড়েছে বলে গত সপ্তাহে জানিয়েছেন ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের সিইও জুডিথ ম্যাককেনা।
চীনের ভোক্তা বাজার পরিস্থিতির কারণে বুধবার (১ মার্চ) বিশ্ববাজারে খুচরা বিক্রেতা কোম্পানিগুলোর শেয়ার বেড়েছে। লন্ডনে রেকিট বেনকিজারের শেয়ার বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।
শেয়ার বাজারে শক্তিশালী অবস্থান দিয়ে বছর শুরু করেছিল ইতালীয় কোম্পানি মনক্লার। চলতি বছর কোম্পানিটির শেয়ার ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বিলাসপণ্য বিক্রির ক্রমবর্ধমান প্রবৃদ্ধির কথা উল্লেখ করে কোম্পানিটি বলছে, শীতের শুরুতে পণ্যের দাম ১০ শতাংশ বাড়ানোর পরও চাহিদায় কোনো বিরূপ প্রভাব পড়েনি। মনক্লারের চিফ অপারেটিং অফিসার রবার্তো এগস বলেন, ‘নববর্ষের ছুটির আগের চেয়ে জানুয়ারিতে চীনে আমাদের বিক্রির প্রবৃদ্ধি ছিল দুই অঙ্কের বেশি।’
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা স্থগিত করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে।
২ দিন আগেহাংঝৌভিত্তিক এই স্টার্টআপ বা উদ্যোগটি দাবি করেছে, তারা ডিপসিক আর১ মডেলটি সিলিকন ভ্যালির সাম্প্রতিকতম মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে তৈরি করেছে। এই ঘোষণা এআই দুনিয়ায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর...
৩ দিন আগে২০১১ সালে টেক্সাসের অস্টিন থেকে আসা একজন ইগল স্কাউট রস উলব্রিচট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠা করেন। এটি একটি অনলাইন কালোবাজার, যেখানে মাদক, অর্থ পাচার এবং সাইবার অপরাধমূলক লেনদেন পরিচালিত হতো। ২০১৩ সালে তাঁর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সাইটটি কয়েক মিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করেছিল।
৫ দিন আগেঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে।
৯ দিন আগে