আজ থেকে শুরু হচ্ছে ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসব
নব্বই পেরিয়ে বয়স একানব্বই। ১৯৩২ সালে সফর শুরু হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবের। রাজনৈতিক ডামাডোলে ধারাবাহিকতা রক্ষা হয়নি। না হলে এবার ৯১ তম আসর বসতে পারত। তবু প্রাচীন বটের তলে বায়োস্কোপ দেখার মতো, এখনো চলচ্চিত্র দেখিয়ে চলছে ইতালির উত্তরের শহরটি। বিশ্বের প্রাচীন এই উৎসবের ৮০ তম আসর দোরগোড়ায়। লাল গালিচায়