চাঁদপুর প্রতিনিধি
নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।’
বুলু বলেন, ‘দেশের পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের ৩১ দফার বাইরে এ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে, সেটি নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যস্ত রয়েছে। দখলদারি ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। জেলা বিএনপির ১৫ ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেওয়া হবে।’ নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নেতাদের প্রতি আহ্বান জানান।
সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে মতবিনিময় করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিমের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।’
বুলু বলেন, ‘দেশের পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের ৩১ দফার বাইরে এ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে, সেটি নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যস্ত রয়েছে। দখলদারি ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। জেলা বিএনপির ১৫ ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেওয়া হবে।’ নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নেতাদের প্রতি আহ্বান জানান।
সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে মতবিনিময় করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিমের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপ
৫ ঘণ্টা আগেজনভোগান্তি লাঘব এবং দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে চলতি মাসেই মাঠের কর্মসূচিতে যাওয়ার কথা বিএনপির। দেশব্যাপী এসব কর্মসূচি পালন করতে গেলে শরিক ও সমমনাদের সঙ্গে সুসম্পর্ক অটুট রাখা জরুরি বলে মনে করছে দলটি। এ লক্ষ্যে শরিক ও সমমনাদের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্যোগ নিয়েছেন দলের নীতিনির্ধারকেরা। তাদের সঙ্গে
৬ ঘণ্টা আগেওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাইতে পৌঁছায়। ফ্লাইটে থাকা অবস্থাতেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাঁকে...
১৭ ঘণ্টা আগেদুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি...
১ দিন আগে