Ajker Patrika

যুক্তরাজ্য থেকে ৫টি যুদ্ধ জাহাজ কিনবে বাংলাদেশ, দুটি তৈরি হবে দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

যুক্তরাজ্য থেকে ৫টি যুদ্ধ জাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যার তিনটি তৈরি হবে যুক্তরাজ্যে, দুটি বাংলাদেশে। আজ শুক্রবার যুক্তরাজ্য থেকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। 

নেভাল ফোর্সের কিছু জাহাজ যুক্তরাজ্য বাংলাদেশে পাঠাতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দুটি জাহাজ দেশে তৈরির কারণ হিসেবে মন্ত্রী জানান, ডকইয়ার্ডের উন্নয়নে যুক্তরাজ্য আমাদের সহায়তা করবে। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে মোমেন বলেন, ২০২২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদ্‌যাপন নিয়েও আলোচনা হয়েছে। 

মোমেন জানান, যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। আমি তাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি। আমরা বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল অপরাধী ও খুনিকে ফেরত দিতে হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত