Ajker Patrika

আফ্রিকা থেকে প্রবাসীদের দেশে না আসার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আফ্রিকা অঞ্চলের প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করতে মিশনগুলোতে চিঠি দিয়েছে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আগামী ৪ ডিসেম্বর থেকে দুদিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মিশনগুলোকে চিঠি দিয়েছি। তারপরেও কেউ যদি দেশে আসেন, তাহলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমে আমন্ত্রণ জানানো হলেও পরে স্থগিত করা হয়েছে। তাই এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকা থেকে কোনো প্রতিনিধি বাংলাদেশে আসছেন না।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত