Ajker Patrika

আগাম বোরো আবাদে ব্যস্ত কৃষক , আগ্রহ হাইব্রিড ধানে

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ০৯
Thumbnail image

আগৈলঝাড়ায় শীত উপেক্ষা করে আগাম বোরো আবাদে মাঠে নেমেছেন চাষিরা। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে জমিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে কৃষকদের। বাকাল গ্রামের কৃষক নাছির উদ্দিন ফকির বলেন, ‘দুই বিঘা জমিতে বোরো চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। শীত ও কুয়াশায় বীজতলার একটু ক্ষতি হলেও ঠান্ডার মধ্যে বোরো ধানের চারা রোপণ করছি। বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে ও সার-তেলসহ কৃষি উপকরণের সমস্যা না হলে ফলন ভালো হওয়ার আশা করছি।’

গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের কৃষক জহিরুল হাওলাদার জানান, গত ৩ বছর আগে প্রথমে ১ একর জমিতে তিনি বোরো আবাদ শুরু করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে বোরো ধানের বাম্পার ফলন হবে বলেও আশা করেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা হাইব্রিড ধান চাষে ফলন পান বেশি। কারণ ওই ধানে রোগবালাই কম।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৯৭৫ মেট্রিক টন। ২৯ ডিসেম্বর পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৫০ হেক্টর জমিতে আগাম চাষ হয়েছে বলে জেলায় তথ্য প্রেরণ করা হয়েছে। উপজেলায় মোট আবাদি জমির মধ্যে ৯ হাজার ১০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান ও ৩৫০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে অন্তত ৩০০ হেক্টর জমিতে আগাম বোরো আবাদ করবেন চাষিরা। আগাম বোরো চাষের জন্য ২০ হেক্টর জমিতে বীজতলা করেছেন চাষিরা।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, ৪ হাজার ৮০০ পরিবারকে ২ কেজি করে ৯ হাজার ৬০০ কেজি হাই ব্রিড ধানের বীজ এবং ১ হাজার জনকে ৫ কেজি করে উফসী ধানের বীজ বিতরণ করা চলমান আছে। উফসী ধান চাষিরা সরকারি প্রণোদনা হিসেবে ৫ কেজি বীজের সঙ্গে ১০ কেজি করে ড্যাপ সার ও এমওপি সার সহায়তা পাবেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনেরও আশা করছেন কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত