Ajker Patrika

টানা তিন দিন আদম সুরত

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আলী যাকের নতুনের উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছিল তাড়ুয়া নাট্যদলের নাটক ‘আদম সুরত’। এরপর চারটি প্রদর্শনী হয়েছে নাটকটির। ইতিমধ্যেই নাটকটি দর্শকমহলে সাড়া জাগিয়েছে। ঢাকার মঞ্চে আবারও ফিরছে ‘আদম সুরত’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টানা তিন দিন প্রদর্শিত হবে নাটকটি। ১০ থেকে ১২ জুন একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে থাকছে আদম সুরতের প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলছে অমানবিক এমন অনেক ঘটনা, যেগুলোর বিচার তো দূরের কথা, হয়তো অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডের অসংখ্য মানুষের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো ঘটনা আর নানা মুহূর্তকে নিয়েই গড়ে উঠেছে আদম সুরত নাটকের গল্প। নাটকটি দর্শকমহলে নতুন চিন্তার খোরাক জোগাবে এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন। নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নাটকটির নিয়মিত প্রদর্শনীর আয়োজন করার চেষ্টা করবে তারা।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহসানুল ইসলাম, আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সাক্ষ্য শহীদ, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, তাসনোভা তামান্না, দিপু রহমান, আজগর হোসেন রাব্বি, খালিদ বিন নাসির, রিয়া দেবনাথ, মৃত্তিকা মাটি, রুম্মান শাহরিয়ার শুভ, মুহাম্মাদ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল সেন্টু, ফারদিন রিয়াদ, সানা ইসলাম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত