Ajker Patrika

সুপারির দাম কম, হতাশ চাষি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২: ৫৩
Thumbnail image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সুপারির দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। ব্যবসায়ীরা জানান উত্তরাঞ্চলে সুপারির ফলন ভালো হওয়ায় দাম কমে গেছে।

উপজেলার ছয়টি ইউনিয়নের অধিকাংশ কৃষক পতিত জমি ও বসতভিটার আঙিনায় সুপারির বাগান করেছেন। তাঁদের কাছ থেকে ব্যবসায়ীরা সুপারি কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান। অনেকে আবার মাটির নিচে প্রক্রিয়াজাত রেখে দিয়ে অন্য মৌসুমে বেশি দামে বিক্রি করেন। কিন্তু এবার স্থানীয় বাজারে সুপারির প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ হচ্ছেন চাষিরা।

উপজেলার ফুলবাড়ী বাজার, বালারহাট, গংগাহাট, কাশিপুর, বেড়াকুটি, খরিবাড়ী, নেওয়াশী ও বড়ভিটাহাটে গিয়ে দেখা গেছে, স্থানীয় ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে সুপারি কিনলেও বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা তেমন আসছেন না। তাই দাম কমে গেছে।

সুপারিচাষি ও ব্যবসায়ীরা জানান, গত বছর যে সুপারির পন ছিল ৪০০ থেকে ৫০০ টাকা, এবার তা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একটু বড় সাইজের সুপারির পণ ২৫০ টাকার বেশি দাম উঠছে না। ফলে অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকেরা।

নাওডাঙ্গা ইউনিয়নের সুপারিচাষি কামরুল ইসলাম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে সুপারির বাগান করেছেন। এই বাগানেই তাঁর সংসার চলে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এই বছর সুপারির ফলন ভালো হয়েছে। তবে ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশ তিনি।

ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার সুপারি ব্যবসায়ী নবিউল ইসলাম জানান, এ বছর তিনি সাড়ে ৩ লাখ টাকা দিয়ে সুপারির বাগান কিনেছেন। গত বছর ৪০০ থেকে ৪৫০ টাকা সুপারির পন বিক্রি করেন। বাজারে সুপারির চাহিদা না থাকায় এ বছর ১৫০ থেকে ২০০ টাকা পন দরে সুপারি বিক্রি করতে হচ্ছে। দাম না বাড়লে এক থেকে দেড় লাখ টাকা লোকসান গুনতে হবে তাঁর।

বালারহাট বাজারের সুপারির আড়তদার শাহজালাল ও সামচুল হক বলেন, ‘সিলেট, খুলনাসহ কয়েকটি জেলা থেকে সুপারির ব্যাপক আমদানি ও রংপুর অঞ্চলে দেশি সুপারির ফলন বেশি হওয়ায় সুপারির বাজারে ধস নেমেছে। গত বছর এই সময় ৪ হাজার ৮০০ থেকে ৬ হাজার ৪০০ টাকা সুপারির কাহন ছিল। এখন আমরা বাজারে ২ হাজার ৪০০ থেকে ৩ হাজার ২০০ টাকা কাহন সুপারি কিনছি। দাম না পাওয়ায় সুপারি মজার জন্য মাটিতে পুঁতে রাখছি।’

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, ‘ফুলবাড়ীতে ১১০ হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। এ বছর আশানুরূপ সুপারির ফলন হয়েছে। তবে কী কারণে সুপারির দাম পড়ে গেছে, তা আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত