Ajker Patrika

খাগড়াছড়িতে বিএনপি নেতার গাড়িতে হামলা, আ. লীগের ১০৩ নেতা-কর্মীর নামে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৩, ১৩: ৫৫
Thumbnail image

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতসহ আওয়ামী লীগের প্রায় সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০৩ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। 

গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে এ মামলা দায়ের করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা। 

আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম। 

বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ ১০৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। 

বেদারুল ইসলাম আরও জানান, আমলি আদালত মামলাটি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে থানায় এ ধরনের লিখিত কোনো নির্দেশনা এখনো পাইনি।’ 

প্রসঙ্গত, গত শুক্রবার খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত