Ajker Patrika

আরিফ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাউন্সিলর নিপু কারাগারে

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার প্রধান আসামি নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক কিউ এম নাছির উদ্দিন কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ আহমদ হত্যা মামলায় গত ২৮ নভেম্বরে হিরণ মাহমুদ নিপু উচ্চ আদালতে জামিন আবেদন করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

আজ সোমবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে চাইলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিপুসহ এ মামলায় এজাহার নামীয় ১০ আসামির মধ্যে বর্তমানে মোট নয়জন কারাগারে আছেন।’ 

এর আগে গত ২০ নভেম্বর রাতে নগরীর বালুচরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। 

এ ঘটনায় গত ২২ নভেম্বর নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হিরণ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও পাঁচজনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত