কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু জাফর।
সহকারী পরিচালক আবু জাফর বলেন, ‘আটকের সময় তাঁদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন, একটি ১৬০ সিসি মোটরসাইকেল ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানা–পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গ্রেপ্তারকৃতরা হলেন—পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু (৪২), বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের নুরুল ইসলাম (৩৮) ও হাছেন আলী (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পরস্পর যোগসাজশে হেরোইন ক্রয়–বিক্রয়ের অভিযোগে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ও বাড়ির মালিক নুরুল ইসলামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধ মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানি। তবে আটক ব্যক্তিদের এখনও (রাত ৯ টা) আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু জাফর।
সহকারী পরিচালক আবু জাফর বলেন, ‘আটকের সময় তাঁদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন, একটি ১৬০ সিসি মোটরসাইকেল ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানা–পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গ্রেপ্তারকৃতরা হলেন—পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু (৪২), বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের নুরুল ইসলাম (৩৮) ও হাছেন আলী (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পরস্পর যোগসাজশে হেরোইন ক্রয়–বিক্রয়ের অভিযোগে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ও বাড়ির মালিক নুরুল ইসলামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধ মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানি। তবে আটক ব্যক্তিদের এখনও (রাত ৯ টা) আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’
চাকরির জন্য দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন নাটোরের সিংড়ার যুবক হুমায়ুন কবির। হুমায়ুনের দুলাভাই রহমত আলীকেও বাধ্য করা হয়েছে ওই যুদ্ধে অংশ নিতে। স্বজনদের কাছে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।
৪ মিনিট আগেবরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
২৯ মিনিট আগেধর্ষণের শিকার নারীর মেডিকো-লিগ্যাল পরীক্ষার ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করে রায় দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকো-লিগ্যাল পরীক্ষার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই এই রায় সম্পর্কে জানেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিল
৩০ মিনিট আগেমৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী নেতাদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার জেলকে তাঁরা পরোয়া করেন না। তাঁদের নেতাদের ফাঁসির আদেশ হওয়ার পর তাঁরা বলতেন আলহামদুলিল্লাহ। ফাঁসির দড়ি তাঁদের কাছে জুতার ফিতার মতো। তাঁরা স্বেচ্ছায় ফাঁসির তক্তায় গিয়ে দাঁড়াতেন।
৩৩ মিনিট আগে