নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ছাত্রলীগের সাবেক এক নেতা যুবদলের এক কর্মীকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
ছাত্রলীগের সাবেক ওই নেতা গুলির অভিযোগ অস্বীকার করে বলেছেন, গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তিনি সেখানে গিয়েছিলেন। মাদকের কারবার নিয়ে ওই যুবদল কর্মীর নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।
আহত ব্যক্তির নাম আরিফুল আলম জন (৪৫)। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজসংলগ্ন রাজারহাতা এলাকার বাসিন্দা। তিনি যুবদলের কর্মী। রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার তাঁর চাচা।
ঘটনার পর আহত আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ওয়ার্ডে দেওয়া হয়েছে। হাসপাতালে আহতের স্বজনেরা জানান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব গুলি করেছেন।
আহত আরিফুলের স্বজনেরা বলেন, রাতে রাস্তার ওপর প্রাইভেট কার রাখা নিয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে আরিফুলের তর্কবিতর্ক হয়। এ ঘটনার পর ওই যুবকেরা রটিয়ে দেন যে আরিফুল আওয়ামী লীগকে গালিগালাজ করেছেন। পরে ছাত্রলীগের সাবেক নেতা রাজীব আরিফুলকে মারতে যান। তবে আরিফুল ওই সময় সেখানে ছিলেন না। পরে রাতে আবার আরিফুলকে একা পেয়ে রাজীব তাঁর দলবল নিয়ে এসে তাঁর মাথায় পিস্তল ঠেকান। একপর্যায়ে ঊরুতে গুলি করে পালিয়ে যান।
তবে নিজে গুলি করার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফুল মাদক ব্যবসা করে। মাদক ব্যবসা নিয়েই তার পার্টনারদের সঙ্গে গণ্ডগোল হচ্ছিল। তাঁর পার্টনাররাই গুলি করেছে বলে শুনলাম। ঘটনার পর আমরা গেলে লোকজন বলল, ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল। তোমরা সাইডে যাও। তখন আমরা চলে এসেছি।’
স্থানীয়রা বলছেন, রাজশাহী সিটি কলেজ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন আরিফুল আলম জন। তাঁর কাছ থেকে কমিশন আদায় করেন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব। নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর আরিফুল কমিশন দেওয়া বন্ধ করে দেন। মূলত এ নিয়েই আরিফুলের ওপর ক্ষুব্ধ ছিলেন মাহমুদ হাসান রাজীব। এর জের ধরেই চলে গুলি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। গুলি করেছে কি না, তা আমরা নিশ্চিত নই। পুলিশ নিয়মমাফিক তদন্ত করছে। কারও কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীতে ছাত্রলীগের সাবেক এক নেতা যুবদলের এক কর্মীকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
ছাত্রলীগের সাবেক ওই নেতা গুলির অভিযোগ অস্বীকার করে বলেছেন, গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তিনি সেখানে গিয়েছিলেন। মাদকের কারবার নিয়ে ওই যুবদল কর্মীর নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।
আহত ব্যক্তির নাম আরিফুল আলম জন (৪৫)। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজসংলগ্ন রাজারহাতা এলাকার বাসিন্দা। তিনি যুবদলের কর্মী। রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার তাঁর চাচা।
ঘটনার পর আহত আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ওয়ার্ডে দেওয়া হয়েছে। হাসপাতালে আহতের স্বজনেরা জানান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব গুলি করেছেন।
আহত আরিফুলের স্বজনেরা বলেন, রাতে রাস্তার ওপর প্রাইভেট কার রাখা নিয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে আরিফুলের তর্কবিতর্ক হয়। এ ঘটনার পর ওই যুবকেরা রটিয়ে দেন যে আরিফুল আওয়ামী লীগকে গালিগালাজ করেছেন। পরে ছাত্রলীগের সাবেক নেতা রাজীব আরিফুলকে মারতে যান। তবে আরিফুল ওই সময় সেখানে ছিলেন না। পরে রাতে আবার আরিফুলকে একা পেয়ে রাজীব তাঁর দলবল নিয়ে এসে তাঁর মাথায় পিস্তল ঠেকান। একপর্যায়ে ঊরুতে গুলি করে পালিয়ে যান।
তবে নিজে গুলি করার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফুল মাদক ব্যবসা করে। মাদক ব্যবসা নিয়েই তার পার্টনারদের সঙ্গে গণ্ডগোল হচ্ছিল। তাঁর পার্টনাররাই গুলি করেছে বলে শুনলাম। ঘটনার পর আমরা গেলে লোকজন বলল, ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল। তোমরা সাইডে যাও। তখন আমরা চলে এসেছি।’
স্থানীয়রা বলছেন, রাজশাহী সিটি কলেজ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন আরিফুল আলম জন। তাঁর কাছ থেকে কমিশন আদায় করেন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব। নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর আরিফুল কমিশন দেওয়া বন্ধ করে দেন। মূলত এ নিয়েই আরিফুলের ওপর ক্ষুব্ধ ছিলেন মাহমুদ হাসান রাজীব। এর জের ধরেই চলে গুলি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। গুলি করেছে কি না, তা আমরা নিশ্চিত নই। পুলিশ নিয়মমাফিক তদন্ত করছে। কারও কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ সন্দেহে সাফায়েত গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করতে গিয়ে বাধা পেয়েছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা এক পুলিশকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেন। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।
১৪ মিনিট আগেরাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে সেখানে অবস্থান নেন তাঁরা।
১ ঘণ্টা আগেস্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগেটঙ্গী বিশ্ব ইজতেমার মোনাজাত চলাকালীন ড্রোন আছড়ে পড়ে অর্ধশতাধিক মুসল্লি পদদলিত হয়ে আহতের ঘটনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
২ ঘণ্টা আগে