Ajker Patrika

রাজশাহীতে যুবদলের কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, অভিযোগের মুখে সাবেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫: ২৫
Thumbnail image

রাজশাহীতে ছাত্রলীগের সাবেক এক নেতা যুবদলের এক কর্মীকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। 

ছাত্রলীগের সাবেক ওই নেতা গুলির অভিযোগ অস্বীকার করে বলেছেন, গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তিনি সেখানে গিয়েছিলেন। মাদকের কারবার নিয়ে ওই যুবদল কর্মীর নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।

আহত ব্যক্তির নাম আরিফুল আলম জন (৪৫)। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজসংলগ্ন রাজারহাতা এলাকার বাসিন্দা। তিনি যুবদলের কর্মী। রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার তাঁর চাচা। 

ঘটনার পর আহত আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ওয়ার্ডে দেওয়া হয়েছে। হাসপাতালে আহতের স্বজনেরা জানান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব গুলি করেছেন। 

আহত আরিফুলের স্বজনেরা বলেন, রাতে রাস্তার ওপর প্রাইভেট কার রাখা নিয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে আরিফুলের তর্কবিতর্ক হয়। এ ঘটনার পর ওই যুবকেরা রটিয়ে দেন যে আরিফুল আওয়ামী লীগকে গালিগালাজ করেছেন। পরে ছাত্রলীগের সাবেক নেতা রাজীব আরিফুলকে মারতে যান। তবে আরিফুল ওই সময় সেখানে ছিলেন না। পরে রাতে আবার আরিফুলকে একা পেয়ে রাজীব তাঁর দলবল নিয়ে এসে তাঁর মাথায় পিস্তল ঠেকান। একপর্যায়ে ঊরুতে গুলি করে পালিয়ে যান। 

তবে নিজে গুলি করার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফুল মাদক ব্যবসা করে। মাদক ব্যবসা নিয়েই তার পার্টনারদের সঙ্গে গণ্ডগোল হচ্ছিল। তাঁর পার্টনাররাই গুলি করেছে বলে শুনলাম। ঘটনার পর আমরা গেলে লোকজন বলল, ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল। তোমরা সাইডে যাও। তখন আমরা চলে এসেছি।’ 

স্থানীয়রা বলছেন, রাজশাহী সিটি কলেজ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন আরিফুল আলম জন। তাঁর কাছ থেকে কমিশন আদায় করেন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব। নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর আরিফুল কমিশন দেওয়া বন্ধ করে দেন। মূলত এ নিয়েই আরিফুলের ওপর ক্ষুব্ধ ছিলেন মাহমুদ হাসান রাজীব। এর জের ধরেই চলে গুলি। 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। গুলি করেছে কি না, তা আমরা নিশ্চিত নই। পুলিশ নিয়মমাফিক তদন্ত করছে। কারও কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত