Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলন: ইবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ

ইবি প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৪: ৪৪
Thumbnail image

কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১১ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

এ সময় কোটা সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বেলা ১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আন্দোলন স্থগিত করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকেও হলে গিয়ে মারধর করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। তবে সব ধরনের হুমকি উপেক্ষা করে শিক্ষার্থী সমাজ আন্দোলন অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত