নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করে। দুদকের করা ওই পাল্টা মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন নাজমুল হুদা, যা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয়। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে আদালত বলেন, এইভাবে মামলা করলে সুপ্রিম কোর্ট থাকবে না। সুপ্রিম কোর্টকে রক্ষা করা সবার দায়িত্ব। সবাইকে আদালতের এই ইমেজ রক্ষা করতে হবে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর নাজমুল হুদার পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
আমিন উদ্দিন মানিক জানান, ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেন। পরে দুদকের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এরপর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো নাজমুল হুদার নামে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামি নাজমুল হুদা মিথ্যা জেনেও বিজ্ঞ আদালত ও সাবেক প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মামলা করেছিলেন। সেই সঙ্গে তাঁর নিজের নামে থাকা ২০০৮ সালের মামলাটি প্রশ্নবিদ্ধ করার হীন মানসে মিথ্যা ঘটনার সৃষ্টি করে ওই মামলা করেছেন মর্মে দুদকের তদন্তে উঠে আসে।
গত বছর নাজমুল হুদাকে অভিযুক্ত করে দুদক চার্জশিট দাখিল করে। চলতি বছরের ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।
মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করে। দুদকের করা ওই পাল্টা মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন নাজমুল হুদা, যা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয়। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে আদালত বলেন, এইভাবে মামলা করলে সুপ্রিম কোর্ট থাকবে না। সুপ্রিম কোর্টকে রক্ষা করা সবার দায়িত্ব। সবাইকে আদালতের এই ইমেজ রক্ষা করতে হবে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর নাজমুল হুদার পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
আমিন উদ্দিন মানিক জানান, ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেন। পরে দুদকের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এরপর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো নাজমুল হুদার নামে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামি নাজমুল হুদা মিথ্যা জেনেও বিজ্ঞ আদালত ও সাবেক প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মামলা করেছিলেন। সেই সঙ্গে তাঁর নিজের নামে থাকা ২০০৮ সালের মামলাটি প্রশ্নবিদ্ধ করার হীন মানসে মিথ্যা ঘটনার সৃষ্টি করে ওই মামলা করেছেন মর্মে দুদকের তদন্তে উঠে আসে।
গত বছর নাজমুল হুদাকে অভিযুক্ত করে দুদক চার্জশিট দাখিল করে। চলতি বছরের ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।
সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
১০ মিনিট আগেবাল্যবিবাহ রোধ করতে কনের ন্যূনতম বয়স ১৬ বছর এবং বরের ১৮ বছর নির্ধারণসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের যৌক্তিক দাবিসংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন
৪৪ মিনিট আগেচট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে অটোরিকশাকে একটি বাস চাপা দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে