Ajker Patrika

রাতে বাসা থেকে বের হয়ে টঙ্গীতে ধর্ষণের শিকার তরুণী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর চারটার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় ওই তরুণী দুই যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। 

তারা হলেন কিশোরগঞ্জ জেলার লতিবাবাদ গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৭) ও জামালপুর জেলার শান্ত (২২)। তাঁরা টঙ্গীর মরকুন টেকা পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করতেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। 

এ ঘটনার পর পুলিশ ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যান। পরে রাত প্রায় তিনটা পর্যন্ত টঙ্গীর আমতলী এলাকার একটি চায়ের দোকানে বসে থাকেন। পরে ওই তরুণী মরকুনটেক পাড়া এলাকায় তার বান্ধবীর বাসায় যান। বান্ধবীর ঘরে শোয়ার জায়গা না পেয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা শেষে নিজ বাসায় একা ফিরছিলেন। এ সময় রিকশাযোগে মরকুন কবরস্থান এলাকায় পৌঁছালে জাহাঙ্গীর ও শান্ত তাকে রিকশা থামিয়ে তুলে নিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে পালাক্রমে ধর্ষণ করেন। আজ শনিবার ভোরে অসুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে দুপুরে থানায় লিখিত অভিযোগ করলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত