Ajker Patrika

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মঙ্গলবার সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত
আজ মঙ্গলবার সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

জরিপে জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে কীভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে ৭৬ শতাংশ উত্তরদাতা তাঁরা চীনের সঙ্গে সম্পর্ক ইতিবাচক বলে মত দেন।

উত্তরদাতাদের ৭৯ শতাংশ মনে করেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি থাকে সহযোগিতা গুরুত্বপূর্ণ; অন্যদিকে ৭৪ শতাংশ অর্থনৈতিক ও ৪২ শতাংশ রাজনৈতিক সম্পর্কের ওপর জোর দেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯ শতাংশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক মত দেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের অন্তত ৭৫ শতাংশ উচ্চশিক্ষার জন্য ব্যক্তিগতভাবে চীনে যেতে অথবা তাদের সন্তানদের পাঠাতে ইচ্ছুক, যা ২০২২ সালের তুলনায় ৫ শতাংশ বেশি।

স্থানীয় একটি হোটেলে ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সেমিনারে বলেন, তাঁর দেশের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, নির্দিষ্ট কোনো সরকারের জন্য নয়।

রাষ্ট্রদূত এ ক্ষেত্রে নিজ দেশের নীতি কী, তা তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কোনো দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন, আমাদের নীতি স্পষ্ট। চীন অংশীদার হিসেবেই থাকবে। ...চীন সব সময় একটি দেশ ও তার জনগণের সঙ্গে থাকে, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে নয়।’

আগামী ২৬ থেকে ২৯ মার্চ চীনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সফরের অগ্রাধিকার সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘গণতন্ত্রের কোনো সর্বজনীন রূপ নেই এবং এটি দেশ থেকে দেশে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট দেশের জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।’

ইয়াও ওয়ান আশা প্রকাশ করেন, ড. ইউনূসের মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৪টি চীনা কোম্পানি বাংলাদেশে ২১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে।

রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের নেওয়া ত্রিপক্ষীয় উদ্যোগের সফলতা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, ‘এটি মূলত বাংলাদেশ ও মিয়ানমারের সমস্যা। চীন এতে মধ্যস্থতার চেষ্টা করেছিল। কিন্তু মিয়ানমারে, বিশেষ করে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেই প্রচেষ্টা থমকে গেছে।’

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফি বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ শাহনেওয়াজ মহসিন আলোচনায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত