নারায়ণগঞ্জ প্রতিনিধি
গত ১৬ বছর জুলুম–নির্যাতন ও গণহত্যা চালানো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা মানুষের প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে নতুন রাজনীতি করতে চাই, যা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে, তা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি।’
আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে, যা নিয়ে এনসিপি তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। যেকোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে নাগরিক কমিটি তা প্রতিহত করবে। গত ১৬ বছর জুলুম–নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের দল হিসেবে বৈধতা থাকতে পারে না। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এ দেশের মানুষ চায় না জুলাই অভ্যুত্থানের পর পুরোনো রূপেই দেশের রাজনীতি চলুক। আমরা দেশের সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।’
বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। গণপরিষদ ছাড়া আর কোনো নির্বাচনের ম্যান্ডেট নাই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান। এই সংবিধান অভিশপ্ত সংবিধান। এখানে বেশির ভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয় নাই। এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই–সংগ্রামের কোনো ছিটেফোঁটা নাই। মোটাদাগে এই সংবিধান একদলীয় সংবিধান।’
সামান্তা শারমিন বলেন, ‘এই পার্লামেন্ট এক ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট ছিল। আমরা যদি তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে চাই, তাহলে এখানে যে মাসল পাওয়ার পলিটিকস রয়েছে, তা পরিবর্তন করে দায়িত্বের রাজনীতি করতে হবে। এই দায়িত্ব শুধু এনসিপির নয়, কারণ, অভ্যুত্থান ছিল সব দলের অংশগ্রহণে। তাই এই দায়িত্ব সব দলকেই নিতে হবে।’
সংগঠনের যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ। সঞ্চালনা করেন তামীম আহমেদ।
গত ১৬ বছর জুলুম–নির্যাতন ও গণহত্যা চালানো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা মানুষের প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে নতুন রাজনীতি করতে চাই, যা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে, তা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি।’
আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে, যা নিয়ে এনসিপি তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। যেকোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে নাগরিক কমিটি তা প্রতিহত করবে। গত ১৬ বছর জুলুম–নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের দল হিসেবে বৈধতা থাকতে পারে না। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এ দেশের মানুষ চায় না জুলাই অভ্যুত্থানের পর পুরোনো রূপেই দেশের রাজনীতি চলুক। আমরা দেশের সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।’
বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। গণপরিষদ ছাড়া আর কোনো নির্বাচনের ম্যান্ডেট নাই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান। এই সংবিধান অভিশপ্ত সংবিধান। এখানে বেশির ভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয় নাই। এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই–সংগ্রামের কোনো ছিটেফোঁটা নাই। মোটাদাগে এই সংবিধান একদলীয় সংবিধান।’
সামান্তা শারমিন বলেন, ‘এই পার্লামেন্ট এক ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট ছিল। আমরা যদি তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে চাই, তাহলে এখানে যে মাসল পাওয়ার পলিটিকস রয়েছে, তা পরিবর্তন করে দায়িত্বের রাজনীতি করতে হবে। এই দায়িত্ব শুধু এনসিপির নয়, কারণ, অভ্যুত্থান ছিল সব দলের অংশগ্রহণে। তাই এই দায়িত্ব সব দলকেই নিতে হবে।’
সংগঠনের যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ। সঞ্চালনা করেন তামীম আহমেদ।
শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অনেক ডিফিকাল্টিজের মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের ওপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে।’ আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে....
৫ মিনিট আগেমাদ্রাসার সুপার মো. আব্দুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি। আজ শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
১১ মিনিট আগেগায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো
১৭ মিনিট আগে