Ajker Patrika

শ্রীপুরে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দল নেতাকে বিএনপির নেতার মারধর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
Thumbnail image
হাসপাতালে ভর্তি আহত শ্রমিক দল নেতা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রিকশার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিএনপির এক নেতা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের বাইরের এই ঘটনায় আজ শনিবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে বিএনপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী শ্রমিক দল নেতা সাইদ খোকা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি বরমী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। অপরদিকে অভিযুক্ত বিএনপির নেতা রাসেল মোড়ল (৪৫) একই ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরমী ইউনিয়ন পরিষদে অটোরিকশা টেন্ডার জমা দিয়ে বের হওয়ার পর বাইরে আমতলা চা স্টলে পৌঁছামাত্র পরিকল্পিতভাবে বিএনপি নেতা রাসেল মোড়লের কয়েকজন লোকজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর কিছুক্ষণ রাসেল মোড়ল এসে কাচের বোতল দিয়ে মারধর শুরু করে রাস্তায় ফেলে দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।

তবে রাসেল মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে ছিলাম। আমি কাউকে মারধর করিনি। একটি মহল সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসাতে চেষ্টা করছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত