Ajker Patrika

সংরক্ষিত আসনে এমপি হতে চান যুবনেত্রী তৌহিদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনে এমপি হতে চান যুব মহিলা লীগ নেত্রী তৌহিদা আক্তার নাজনীন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেত্রী, শামসুন নাহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেকসহ আইন সম্পাদক অ্যাডভোকেট তৌহিদা আক্তার নাজনীন। 

তাঁর বাবা প্রয়াত ইদ্রিস আলী ছিলেন মুজিব বাহিনী কিশোরগঞ্জ অঞ্চলে সেকেন্ড ইন কমান্ড। নিকলী উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ইদ্রিস আলী নিকলী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং প্রথম সাধারণ সম্পাদক। তৌহিদের মা হোসনে য়ারা ইদ্রিস মুক্তা মহিলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। 

নাজনীন জার্মানির বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল এনার্জি বিষয়ে মাস্টার অব বিজনেস ল ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করতে চান। 

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। স্বামী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত