নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ২৮তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে আগামী ২৭ অক্টোবর। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে এই প্রদর্শনী। এর উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান, আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে ইউএস ট্রেড শো। এবারের আসরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ কোভিড-১৯ মহামারি শুরুর পর এবারই প্রথম দর্শনার্থীরা সশরীরে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এ ছাড়া এবারের আয়োজনটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে। প্রদর্শনীতে উচ্চমান সম্পন্ন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলো তুলে ধরা হবে। জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চল্লিশটির বেশি ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। ২০২১ সালে যার মোট পরিমাণ ছিল ১০.৬৪ বিলিয়ন ডলার। ইউএস ট্রেড শো চলাকালে যুক্তরাষ্ট্র দূতাবাস চারটি তথ্যমূলক সেমিনার করবে। ২৭ অক্টোবর বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনার বিষয় বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ। ২৮ অক্টোবর বিকেল ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশনইউএসএ নামক পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা।
এতে সারা বাংলাদেশে এডুকেশনইউএসএ’র মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এ অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন প্রকার যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দূতাবাস কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাব বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ২৮তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে আগামী ২৭ অক্টোবর। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে এই প্রদর্শনী। এর উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান, আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে ইউএস ট্রেড শো। এবারের আসরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ কোভিড-১৯ মহামারি শুরুর পর এবারই প্রথম দর্শনার্থীরা সশরীরে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এ ছাড়া এবারের আয়োজনটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে। প্রদর্শনীতে উচ্চমান সম্পন্ন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলো তুলে ধরা হবে। জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চল্লিশটির বেশি ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। ২০২১ সালে যার মোট পরিমাণ ছিল ১০.৬৪ বিলিয়ন ডলার। ইউএস ট্রেড শো চলাকালে যুক্তরাষ্ট্র দূতাবাস চারটি তথ্যমূলক সেমিনার করবে। ২৭ অক্টোবর বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনার বিষয় বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ। ২৮ অক্টোবর বিকেল ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশনইউএসএ নামক পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা।
এতে সারা বাংলাদেশে এডুকেশনইউএসএ’র মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এ অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন প্রকার যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দূতাবাস কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাব বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
শেরপুরের নকলায় ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে নকলা থানা-পুলিশ। পরে আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাসনিম সিরাজ মাহবুব বলেছেন, ‘সবাই এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। আমি এটি আরও চার মাস আগে চেয়েছি। এখন আর পদত্যাগ চাই না, পদচ্যুতি চাই। পদত্যাগ সম্মানজনক অব্যাহতি। সে তো এ সম্মানের যোগ্য না।’ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা
৮ মিনিট আগেনরসিংদীর পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা (২৩) নারীকে বাসায় দুই দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেছেন।
১৫ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩০ মিনিট আগে