Ajker Patrika

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৪: ২৮
Thumbnail image

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি মো. ইউসুফকে বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বশিকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ বশিকপুর এলাকার মো. বদিউজ্জামানের ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলার আসামি।

পুলিশ জানায়, বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলার আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, গ্রেপ্তার ইউসুফ আলাউদ্দিন হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হবে।

২০২২ সালের ১ অক্টোবর রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার কালভার্টের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন যুবলীগ নেতা আলাউদ্দিন। এ সময় কয়েকজন মুখোশ পরে এসে তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে মারা যায় আলাউদ্দিন। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত