Ajker Patrika

মাটিরাঙ্গায় মোটরসাইকেলচালককে হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে গ্রেপ্তার ১ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৪: ৫৫
Thumbnail image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেলচালক ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম ইমরান হোসেন (৩০)। তিনি আমতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দেওয়ানবাজার এলাকার মো. মামুন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

ওসি জানান, নিহত ফারুক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল ক্রেতা মো. আনোয়ার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইমরান হোসেনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। পরে ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিখোঁজের চার দিন পর গত ৪ জুন (রোববার) ফারুক হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত