Ajker Patrika

অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮: ৪০
অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুন্দরগঞ্জের ছয় ইউনিয়নে অর্ধশতাধিক ঘরবাড়ি তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। পানির নিচে নিমজ্জিত প্রায় অর্ধশত হেক্টর ফসলি জমি। ঝুঁকিতে কমিউনিটি ক্লিনিক ও সড়কসহ বিভিন্ন স্থাপনা। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তিস্তাপাড়ের মানুষ।

জানা যায়, উপজেলার নদীবিধৌত ছয় ইউনিয়ন হরিপুর, বেলাকা, শ্রীপুর, কাপাসিয়া, তারাপুর ও চণ্ডীপুরে পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে নদীতে বিলীন হয়েছে প্রায় অর্ধশত পরিবারের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। তলিয়ে গেছে ধান ও মরিচসহ বিভিন্ন ফসলি জমি। ঝুঁকিতে আছে চর মাদারীপাড়া কমিউনিটি ক্লিনিক ও বাঁধের সড়কসহ বিভিন্ন স্থাপনা।

হরিপুর ইউনিয়নের কাইম মাদারীপাড়া গ্রামের এরশাদ মিয়া জানান, বুধবার সন্ধ্যায় তাঁর বসতবাড়ির প্রায় ৫০০ ফুট দূরে নদী ছিল। রাত পোহালেই বাড়ি সরিয়ে নেবেন তিনি। কিন্তু রাত ৩টার দিকে হঠাৎ ভাঙনের শব্দ। কোনো কিছু বুঝে ওঠার আগেই নদীতে দেবে যায় তাঁর আধাপাকা বাড়িটি। পানিতে ভেসে যায় গরু, ছাগল ও হাঁস-মুরগি। ছেলে-মেয়ে ও স্ত্রী ছাড়া কিছুই বাঁচাতে পারেননি তিনি।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি ভাঙন এলাকা পরিদর্শন করে বলেন, হঠাৎ তিস্তায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। ক্ষতির পরিমাণটা অনেক হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা করতে বলা হয়েছে। শুকনো খাবার ও চাল বিতরণ করা হবে। নদীগর্ভে যাঁদের বসতবাড়ি বিলীন হয়েছে, তাঁদের আলাদা একটি তালিকা চেয়েছি। ডি ফরমে পূরণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান জানান, গত বৃহস্পতিবার তিস্তা নদীর সুন্দরগঞ্জ পয়েন্টে ১৫০ সেন্টিমিটার বেড়ে ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তবে এখন পানি কমতে শুরু করেছে। কোথাও ভাঙন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এখন বন্যার কোনো আশঙ্কা নেই বলেও জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত