Ajker Patrika

গাজীপুরে হারপিক পানে গৃহবধূর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে হারপিক পানে গৃহবধূর মৃত্যু

পারিবারিক কলহে গাজীপুরের শ্রীপুরে হারপিক পান করে কাকলি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত গৃহবধূ উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাবুল হোসেন লাভলুর স্ত্রী। তার বাবার নাম আলী আক্কাস তালুকদার, বাড়ি নেত্রকোনা জেলায় আটপাড়া উপজেলার পানিয়াজান পূর্বপাড়া গ্রামে। 

এর আগে গত ৩ মার্চ ওই গৃহবধূ হারপিক লিকুইড পান করে অসুস্থ হলে স্বজনরা প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগে ছিল। এই জেরে গৃহবধূ কাকলী আক্তার হারপিক লিকুইড খেতে পারেন।’ 

শ্রীপুরে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে গত ৩ মার্চ হারপিক লিকুইড পান করে অসুস্থ হয়ে পড়ে গৃহবধূ কাকলী। এরপর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃতের বাবার বাড়ির লোকজনের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিমসটেকে যা বললেন প্রধান উপদেষ্টা

সাবেক মেয়রের ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত