Ajker Patrika

রাজধানীর রায়েরবাজার এলাকার একটি মেস থেকে প্রযোজকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১২: ২৭
রাজধানীর রায়েরবাজার এলাকার একটি মেস থেকে প্রযোজকের মরদেহ উদ্ধার

রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘রেডরাম’, ‘দ্যা সাইলেন্স ওয়েব সিরিজ’, ‘আমি কি তুমি’সহ আরও বহু নির্মাণে প্রযোজনা করেছেন। 

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ থানার পুলিশ পূর্ব রায়েরবাজার হাইস্কুলের ঢালে ১১৬/৩ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলার মেস থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস জানান, এক মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় রুহানের। তবে এর আগে থেকেই দুই মাস যাবৎ পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন রুহান। চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তাঁর আসা-যাওয়া বেশি ছিল। যখন ঢাকায় ফিরতেন, তখন ওই মেসে গিয়ে থাকতেন। তাঁর রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান। সঙ্গে সঙ্গে আশপাশে লোকজনের মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

এদিকে ঢাকা মেডিকেল মর্গে মৃত রুহানের খালাতো ভাই মনজুরুল হাসান অলি জানান, গত দুই থেকে আড়াই বছর আগে বিয়ে করেন রুহান। স্ত্রী নিয়ে রায়েরবাজার শেরেবাংলা রোডে থাকতেন। তবে মাসখানেক আগে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এর পর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন রুহান। ডিভোর্সের কিছুদিন আগে থেকেই মেসে থাকা শুরু করেন। বুধবার রাত ১টার দিকে রুহানের সহকর্মীদের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর শুনতে পান তাঁরা। রুহান ফাঁস দিয়ে আত্মহত্যা করলেও তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কি না, সে বিষয়ে আমাদের সন্দেহ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত