২৯ জুলাই ২০২৫

যে ৫ গাড়ি ডাঙা-পানিতে সমান দাপটে চলে!

প্যানথার: জিপের মতো দেখতে। কিন্তু পানিতে নামলেই স্পিডবোট! চার চাকা ভাঁজ হয়ে জেট চালু হয়। রাস্তায় গতি: ১২০ কিমি/ঘণ্টা, পানিতে: ৭০ কিমি/ঘণ্টা।

রিনস্পিড এসকিউবা: জেমস বন্ডের গাড়ির মতো পানির নিচে ডুব দিতে পারে! ১০ মিটার গভীরতায় যায়, চালাতে লাগে অক্সিজেন মাস্ক। চলে ইলেকট্রিক মোটরে।

সি লায়ন: মার্ক উইট নামে এক ভদ্রলোক নিজে বানিয়েছেন! বডি: এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম। রাস্তায় গতি: ২৯০ কিমি/ঘণ্টা, পানিতে: ৯০ কিমি/ঘণ্টা

গিবস একুয়াডা: ২০০৪ সালে রিচার্ড ব্র্যানসন এই গাড়িতে ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন! রাস্তায়: ১০০ মাইল/ঘণ্টা, পানিতে: ৩০ মাইল/ঘণ্টা

অ্যামফিকার: ষাটের দশকের প্রথম ভাসমান গাড়ি। পেছনে পাখার মতো যন্ত্র ঘুরে পানি কেটে চলে। ১৯৬৫ সালে এর মাধ্যমে চ্যানেল পার হয়েছেন দুজন!