২৫ ফেব্রুয়ারি ২০২৫
রমজানে প্রযুক্তির ব্যবহার
স্মার্ট প্রেয়ার ম্যাট: কিবলার দিকনির্দেশনা ও নামাজের সময় মনে করিয়ে দেয়।
ফিটনেস ট্র্যাকার: রোজায় শরীরের অবস্থা ও ক্যালরি নিয়ন্ত্রণে রাখে।
ডিজিটাল আজান ঘড়ি: নামাজের সময়সূচি ও আজানের রিমাইন্ডার দেয়।
কোরআন অ্যাপস: যেকোনো জায়গায় কোরআন পড়া ও শোনার সুবিধা দেয়।
জবিহাহ্ অ্যাপ: আশপাশের হালাল খাবারের সন্ধান দেয়।
জিকির রিং: যেকোনো সময় সহজে জিকির করার সুযোগ দেয়।
ইয়াসমিনা মিদি: নামাজের সময়, কোরআন তিলাওয়াত ও রোজার উপযোগী খাবারের পরামর্শ দেয়।