১১ মার্চ ২০২৫

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবন বদলে দেওয়া ১০ প্রযুক্তি

স্মার্ট হুইলচেয়ার: ভয়েস কন্ট্রোল, অটো-নেভিগেশন ও সেন্সরের মাধ্যমে চলাফেরা সহজ করে।

ভয়েস অ্যাকটিভেটেড হোম অ্যাসিস্ট্যান্ট: ভয়েসের মাধ্যমে আলো, পাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

স্মার্ট গ্লাস: দৃষ্টিহীন ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য টেক্সট-টু-স্পিচ ও বড় করে দেখার সুবিধা।

ওয়্যারেবল হেলথ মনিটর: হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাসসহ স্বাস্থ্য পর্যবেক্ষণ করে।

অটোমেটেড মেডিকেশন ডিসপেনসার: সময়মতো ওষুধ খাওয়ার ব্যবস্থা ও মিস হলে সতর্ক করে।

অ্যাসিস্টিভ কমিউনিকেশন ডিভাইস: যারা কথা বলতে পারেন না, তারা টেক্সট-টু-স্পিচের মাধ্যমে ভাব প্রকাশ করতে পারেন।

স্মার্ট ক্যান ও ওয়াকার: জিপিএস ট্র্যাকিংসহ নিরাপদ চলাচলের সুবিধা দেয়।

স্বয়ংক্রিয় দরজা ওপেনার: সেন্সরের মাধ্যমে দরজা খুলে দেয়, চলাফেরা সহজ হয়।

ব্রেইল স্মার্টফোন: দৃষ্টিহীনদের জন্য যোগাযোগ ও দৈনন্দিন কাজে সহায়ক।

রোবোটিক হাত ও পা: পঙ্গু ব্যক্তিদের জন্য স্বাভাবিক চলাচলের সুযোগ তৈরি করে।