সুবিচারের উচ্চাশা
হবিগঞ্জে পরপর দুজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। বেশ কয়েক মাস আগে সুপ্তা রাণী দাস, সম্প্রতি রিবন রূপা দাস—দুজনেরই মৃতদেহ পাওয়া গেছে বাড়ির বাইরে। একজনের মৃতদেহ রাস্তায়, আরেকজনের মৃতদেহ তাঁর স্কুলের পাশে ডোবায়।
মৃত্যু যখন অস্বাভাবিক হয়, তখন নানা সন্দেহ জাগ্রত হওয়া এবং তৎসংক্রা