সব সেবা পদ্মার ওপারে
‘বড় বড় অফিসারের মুখ দেখিনি কোনো দিন। ছোটরাও ঠিকঠাক আসেন না। হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, স্কুল কখন খোলে, কখন বন্ধ করে, কিছু বোঝাও যায় না। হাসপাতালে রোগী গেলে ডাক্তার থাকেন না, ওষুধ থাকে না। শুনি সরকার কত কিছু বরাদ্দ দেয়, কিছুই চরোরা (চরবাসী) পাই না। সব থেকে যায় পদ্মার ওপারে। কোনো সেবাই নদী পার হয় না।’