‘মেসি অবসর নিলেই জেতা সম্ভব ব্যালন ডি’অর’
লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে একের পর এক সফলতায় জেতেন একের পর এক পুরস্কার। গোল্ডেন বল, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট—সম্ভাব্য সব ধরনের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্লিং হালান্ডও মনে করেন, মেসিই সেরা।