৫ গোল করে ভাইরাল মেসির ছেলে
গোল শব্দটি লিওনেল মেসির সঙ্গে যে দারুণভাবে মিলে যায়, সেটা আর না বললেও চলছে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব খানেই গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। গুণী মেসির গুণ যে তাঁর ছেলে পাবে, সেটাই স্বাভাবিক। বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত কথারই বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে।