জাতিকে তারাই ভাগ করে, যারা জাতির দুশমন: গাজীপুরে জামায়াতের আমির
জামায়াতের প্রধান বলেন, ‘আমরা বলেছিলাম কারও প্রতি অবিচার করব না, কোনো প্রতিশোধ নেব না। সেটা আমরা করিওনি। আমাদের ওপর গত ১৫ বছর যে অত্যাচার হয়েছে, তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম নির্যাতন। তারপরও আমাদের নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কোথাও কারও ব্যবসা, কারও বাড়িতে হামলা করেনি, ফুটপাত দখল করেনি, কারও গায়ে হাত ত