বরিশালে মেস থেকে কোটা আন্দোলনের নেতাকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ রোড এলাকায় বহুতল একটি ভবনের সামনে ১০-১৫টি মোটরসাইকেলে একদল যুবক আসে। তারা একজনকে ভবন থেকে জোর করে বের করে মারধর করে মোটরসাইকেলের মাঝে বসায়। তারপর মোটরসাইকেল বহরটি চলে যায়। ভিডিওটি পাশের উঁচু ভবন থেকে ধারণ করা। যুবককে মারধর করার সময় এক নারীকে আফসোস করে নানা কথা বলতে