ভারতের লোকসভা নির্বাচন: প্রচণ্ড গরমে ভোটার টানতে লটারির আয়োজন
প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটে ভোটার উপস্থিতির সামগ্রিক পরিসংখ্যান দেখে ভোটদানে উৎসাহ দিতে এবার মধ্যপ্রদেশের ভূপালে লটারির ব্যবস্থা করা হয়েছে। যেখানে লাকি ড্র জিতলে ভোটাররা পাবেন হিরার আংটি, টিভি, বাইক, ফ্রিজ, ল্যাপটপসহ আরও অনেক আকর্ষণীয় উপহার