‘হাসব নাকি কাঁদব’: মোদির আসনে মনোনয়ন বাতিলের পর কৌতুকাভিনেতা শ্যাম রঙ্গিলা
শ্যাম রঙ্গিলা বলেন, ‘আজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, আমার কাগজপত্রে কিছু সমস্যা ছিল। এ সময় তাঁরা আমাকে একা ডাকেন। আমার আইনজীবীকে সঙ্গে যেতে দেননি এবং আমার বন্ধুকে মারধর করা হয়েছে। মোদিজি হয়তো অভিনয় করে কাঁদতে পারেন, কিন্তু আমি এখানে কাঁদতে চাই না।’