২৪টি সিনেমার অফার পাই ৮ দিনে: সোহানা সাবা
২০০৪ সালের ৮ জুলাই সকাল ৭টা। লোকেশন পুবাইল। প্রথম সিনেমা ‘আয়না’র ক্যামেরার সামনে দাঁড়ান সোহানা সাবা। এরপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ হয়ে ‘বৃহন্নলা’ কিংবা ‘ষড়রিপু’—প্রতিটি চলচ্চিত্রে নিজের প্রতিভার ছাপ রেখেছেন সাবা। সম্প্রতি পূর্ণ হলো তাঁর অভিনয়জীবনের দুই দশক। বিশেষ এই উপলক্ষ সামনে রেখে সো