প্লেব্যাকে দিনাত জাহান মুন্নীর সেঞ্চুরি
১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে ‘জননেতা’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর গাওয়া ‘সব কথা বলে না হৃদয়’ (মেঘের কোলে রোদ)’, ‘মন চায় মন চায়’ (দারুচিনি দ্বীপ), ‘ও প্রিয়’ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ (গহিন বালুচর),