ম্যানচেস্টার নাকি টটেনহাম, চ্যাম্পিয়নস লিগের টিকিট কে পাচ্ছে আজ রাতে
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!