সরকারি প্রাথমিক বিদ্যালয়: জীর্ণ ভবনে শিক্ষার দৈন্য
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রায় অর্ধেকই ধুঁকছে সংকটে। এর মধ্যে প্রায় সাড়ে ১৭ হাজার বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ। অপর্যাপ্ত ও ছোট শ্রেণিকক্ষ, বিদ্যুৎ-সুবিধা না থাকা, সুপেয় পানির অভাব অনেক বিদ্যালয়ে। আছে টয়লেটেরও সমস্যা। এসবের ভুক্তভোগী হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।