আমরা মাল্টিভার্সে বাস করছি: গুগলের নতুন ‘প্রমাণ’
বহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, য