ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এল দেশে
ভিভো এক্স২০০ স্মার্টফোনে রয়েছে জাইস টেলিফটো ক্যামেরা, যা স্পষ্ট ও ডিটেইলড ছবি নিশ্চিত করে। এতে ১০০ গুণ হাইপারজুম, মাল্টিফোকাল পোর্ট্রেট, এবং সুপার ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করা হয়েছে। ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ১৬ জিবি র্যাম এবং ৫৮০০ এমএএইচ ব্যাটারি স্মার্টফোনটির কর্মক্ষমতা আরও উন্নত ক