বাড়ছে নদীর পানি ডুবছে আবাদি জমি
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের আবাদি জমি। দু-এক দিনের মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপৎসীমার কাছে পৌঁছানোর আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে জেলায় বন্যার পূর্বাভাস নেই।