খননের মাটি আবার নদীতেই
সাতক্ষীরার চারটি উপজেলার জলাবদ্ধতা নিরসনে বেতনা নদী খননকাজে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নদী খনন শেষ হওয়ার আগেই ধসে পড়ছে পাড়ের মাটি। তবে তদারকি প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের দাবি, ভৌগোলিক কারণে সাতক্ষীরার মাটি অত্যন্ত দুর্বল বা কম আঠালো।