ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুনে নিহত বেড়ে ৪
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, আগুনে ট্রেনটির পাঁচটি বগি পুড়ে ছাই হয়েছে। এতে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।