নতুন তিন ধারাবাহিকে শখ
বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন আনিকা কবির শখ। একক নাটকের পাশাপাশি সম্প্রতি শখ কাজ শুরু করেছেন তিনটি ধারাবাহিক নাটকে। ইমরাউল রাফাতের ‘অদ্ভুত পরিবার’, কায়সার আহমেদের ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদের ‘জেন-জি’ ধারাবাহিকের শুটিং করছেন শখ। এর মধ্যে এটিএন বাংলায় শুরু হয়েছে অদ্ভুত পরিবারের সম্প্রচার।