সৌদির সঙ্গে মিলিয়ে একদিন আগেই সাকিবদের ঈদ উদযাপন
খেলার মাঝে ঈদ পড়ে যাওয়া নতুন কিছু নয়। বেশি দিন আগের কথা নয়, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও বাংলাদেশ খেলেছিল ঈদের মাঝে। সাকিবদের রোজার ঈদ উদ্যাপন করতে হয়েছিল লন্ডনে। লন্ডনে তবু প্রচুর বাংলাদেশি আছে, কিছুটা হলেও দেশের মতো ঈদ-আমেজ সেখানে মেলে। কিন্তু এই সুদূর ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে কট ঈদের আমে