নেপালকে হারিয়ে সুপার এইটে উঠে সাকিবদের ঈদ উপহার
আশঙ্কা, সংশয়ের চোরাস্রোত বয়ে গেল ঈদের সকালে! ২০০৩ বিশ্বকাপের সেই স্মৃতি ফিরে আসবে না তো? ২১ বছর আগে কোরবানির ঈদ বিষাদে ভরে গিয়েছিল বাংলাদেশের দর্শকদের মন। বিশ্বকাপে বাংলাদেশ হেরে গিয়েছিল কানাডার কাছে। আজ আরেকটি কোরাবানির ঈদ, জয়-পরাজয়ের দোলাচলে বাংলাদেশ—তবে শেষ পর্যন্ত আনন্দের সকালে আনন্দ আরেকটি লো