৩৩০০ টাকার টিকিট কিনে বৃদ্ধা জিতলেন ৬০ কোটি টাকার বাড়ি
ইংল্যান্ডের এক বৃদ্ধার জীবনটাই বলা চলে বদলে গেল এক লটারি বা পুরস্কার জিতে। মাত্র ২৫ পাউন্ড বা ৩ হাজার ৩০০ টাকার একটি টিকিট কিনেছিলেন জুন স্মিথ নামের ৭৪ বছরের এক নারী। আর এতেই তিনি জিতলেন কর্নওয়ালের ছয় কামরার তিনতলা এক বাড়ি, যার দাম ৪৫ লাখ পাউন্ড বা ৬০ কোটি টাকার বেশি।