আমলাদের মনস্তত্ত্ব দালালির, ছোটলোকির: সমন্বয়ক তাহমিদ
জনপ্রশাসনে সৃষ্ট উত্তেজনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল-মুদাসসির বলেছেন, ‘জনপ্রশাসনের আমলাদের বা সচিবদের মনস্তত্ত্ব হলো দালালির, ছোটলোকির। তারা সারা জীবন ক্ষমতার দালালি করে গেছে, এই দালালি মানসিকতা যদি না ভাঙা যায় তাহলে কখনোই বাংলাদেশের উন্নতি সম্ভব নয়।’